ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে ‘কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার’ শুরু

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস)’র আয়োজনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার ২০২৩’ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. ইয়াছিন প্রধান, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মান), ইয়াস এশিয়া প্যাসেফিকের রিজিওনাল ডিরেক্টর রাবি রাউত (নেপাল)। 

ইয়াসের প্রধান উপদেষ্টা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ‘ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও ভাষা শহিদদের।’

তিনি বলেন, এগ্রিকালচারাল সেক্টরে তরুণদের কাজ করার মতো অনেক ক্ষেত্র আছে। এরকম কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নয়নের জন্য কাজ করতে আরও উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে কৃষি ও কৃষি বিষয়ক শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে বলে আমি আশা করি। তারা চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম কারিগর হয়ে উঠবে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলবে।

আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরিমনি, কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্ট প্রভৃতি। 

আন্তর্জাতিক এ সম্মেলনটি আজ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) হলো বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। 

২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিত ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২শ’র বেশি সক্রিয় সদস্যসহ সারাদেশে ১২টি লোকাল কমিটি রয়েছে। 

ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন আয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সুযোগ প্রদান করে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি