হাবিপ্রবিতে তৃতীয় অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত
প্রকাশিত : ২৩:২২, ৫ মার্চ ২০১৯
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তৃতীয় অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়ে। দ্বিতীয় অপেক্ষমাণ থেকে ভর্তির পর বিভিন্ন ইউনিটে প্রায় ১৯টি আসনে শূন্য রয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটের ৩নং শিফটে মেধা থেকে ১টি, ‘বি’ ইউনিটের শিফট-১ এ মেধা থেকে ১ টি, ডি ইউনিটের শিফট-১ হতে মেধায় ৪টি, শিফট-২ হতে ৬টি, ‘ই’ ইউনিট হতে ১টি, এফ ইউনিটের শিফট-১ হতে ৩টি এবং শিফট-২ হতে ২টি, ‘জি’ ইউনিটের শিফট ১ হতে বিজ্ঞান/ বাণিজ্য হতে ১টিসহ মোট ১৯টি আসন শূন্য রয়েছে।
এছাড়া তৃতীয় অটোমাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আগামীকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) এসব শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd)তে পাওয়া যাচ্ছে।
কেআই/
আরও পড়ুন