ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় কৃষি অনুষদের সম্মুখে বেলুন উড্ডয়ন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

পরবর্তীতে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালিতে কৃষি অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। 

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা। সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন, আমাদের এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা। সকল ধরণের পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। এই নির্দেশনা আমাদের সকলকে মেনে চলতে হবে তাহলে যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ও মাটির গুণগত মান বজায় রাখতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গুরুত্ব অপরিসীম। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি