ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাবিপ্রবি’র ইসিই ক্লাবের নেতৃত্বে তাসরিফুর-রাকিব

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ‘ইসিই ক্লাব অব এইচএসটিইউ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি তাসরিফুর রিয়াহি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাকিব জামান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভাপতি হিসেবে রয়েছেন উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মাহাবুব হোসেন।

নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, রেজিস্ট্রার মো. আরিফুল হাসান, সহকারি রেজিস্ট্রার নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ইমরান খান এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ইকবাল, সহকারী ট্রেজারার ফুয়াদ হাসান ফারুক। 

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে জাহিদাতুন্নাহার, সহ-প্রচার সম্পাদক মো.আলভি ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া কাঁকন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অন্যান্য পদপ্রাপ্তদরা হলেন- মোহাম্মদ জুবাইর আহমেদ, মো. ফজলে হাসান মিহাদ, আঞ্জু মনিরা শিলন, মোহাম্মদ রোবাইদুল ইসলাম, মাহাদি হাসান অনিক, সাফায়েত হোসেন স্বাধীন, মো. রেজোয়ানুল ইসলাম রিফাত, মো. মামুন ইসলাম, বিধান রায়, মোহাম্মদ জাওয়াদ রিজওয়ান সরকার, খন্দকার সাজেদ আহমেদ প্রান্ত, আবিদ হাসান রাফি, ফয়সাল আহমেদ, শাফিন মাহমুদ চৌধুরী, ইরফান আহমদ নাভিল।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাকিব জামান বলেন, ইসিই ক্লাব অফ এইচএসটিউ সর্বদাই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে এসেছে। গত বছর অনেকগুলো মেগা ইভেন্ট তুলে বিশ্ববিদ্যালয়ে উদাহরণ সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করবো আমরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি