হামজা চৌধুরী ফিরে গেলেন যুক্তরাজ্যে
প্রকাশিত : ১৫:০৯, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে অবশেষে যুক্তরাজ্যে ফিরে গেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনানো এই মিডফিল্ডার আজ (২৭ মার্চ) দুপুর ১২টায় ঢাকা ছাড়েন।
বাংলাদেশের হয়ে খেলার জন্য ১৭ মার্চ দেশে আসেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই তারকা, যিনি ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। সিলেটে পৌঁছে যান তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানাঘাটে। এরপর ১৮ মার্চ ঢাকায় এসে যোগ দেন জাতীয় দলের সঙ্গে।
২১ মার্চ বাংলাদেশ দল নিয়ে যায় শিলংয়ে, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচের জন্য। ২৫ মার্চ অনুষ্ঠিত সেই ম্যাচে গোলশূন্য ড্র করলেও হামজা চৌধুরীর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তার তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা, তবে তিনি মধ্যমাঠের নিয়ন্ত্রণে ছিলেন দারুণ।
ম্যাচ শেষে ২৬ মার্চ ঢাকায় ফিরে আসেন হামজা। জাতীয় দলের আপাতত কোনো ম্যাচ না থাকায় আজ (২৭ মার্চ) যুক্তরাজ্যের বিমানে চড়ে বসেছেন এই ফুটবলার। বাংলাদেশের ফুটবলে নতুন আলো জ্বালিয়ে বিদায় নিলেন হামজা, তবে তার এই সংক্ষিপ্ত সফরই দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
এমবি//