ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামজা চৌধুরীর নৈপুণ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

​এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর । ম্যাচে বাংলাদেশ দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে হামজাদের।  তবে মিস্টার চৌধুরীর নজরকাড়া পারফরম্যান্সে দেশের ফুটবল অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। আর এই ড্রয়ের ফল পেয়েছে বাংলাদেশ ফুটবল।  ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছে হামজা চৌধুরীর বাংলাদেশ। 

বৃহস্পতিবার (০৩ মার্চ) সর্বশেষ প্রকাশিত তালিকায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশ ১৮৫ নম্বর স্থান থেকে উঠে এসেছে ১৮৩ তম স্থানে। ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা দু’ধাপ এগিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

অন্যদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। মার্চের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় লাভ করে ১৮৮৬.১৬ পয়েন্ট অর্জন করেছে তারা। এই দুই গুরুত্বপূর্ণ জয়ের ফলে আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের এক নম্বর স্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।

আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল এই উইন্ডোতে একটি করে জয় ও হারে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়েও র‍্যাঙ্কিংয়ে তারা আছে আগের পাঁচ নম্বর অবস্থানেই। 

মার্চের উইন্ডোতে ১ জয় ও ১ ড্রয়ে ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে র‍্যাঙ্কিংয়ে  দুইয়ে উঠে এসেছে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ জয় ও ১ হারে তিনে থাকা ফরাসিদের পয়েন্ট এখন ১৮৫৪.৭১। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চার নম্বরে আছে ইংল্যান্ড। ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এই উইন্ডোতে এক হার আর এক জয়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ। ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে তারা আছে সাত নম্বরে। র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে আছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) ও জার্মানি (১৭১৬.৯৮)। 

র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। ৭ ধাপ এগিয়ে তারা এখন আছে ১৬২ নম্বরে। অন্যদিকে বড় অবনতি হয়েছে আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের। ৮ ধাপ পিছিয়ে তারা এখন ১২৮ নম্বরে অবস্থান করছে। এশিয়ান দলগুলোর মধ্যে সেরা অবস্থান জাপানের। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম স্থানে।

এমবি//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি