হামলা থেকে বাঁচতে পরিখা খনন
প্রকাশিত : ১৮:০০, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২০, ১১ আগস্ট ২০১৭
অনেকদিন ধরেই বোমা হামলা, অপহরণ আর গুপ্ত হামলার শিকার হচ্ছে নাইজেরিয়া। এ হামলা থেকে বাদ পড়ছে না নারী-পুরুষ, শিশু, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান। এসব হামলার বেশিরভাগই ঘটিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।
এ বছর দেশটির মাইদুগুরি বিশ্ববিদ্যালয় প্রতি মাসেই আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছে। আর হামলা থেকে বাঁচতে এবার অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আর তা হলো ট্রেঞ্চ বা পরিখা খনন।
সাধারণত কোনো সামরিক ঘাটির চারদিকে পরিখার দেখা পাওয়া যায়। কিন্তু নাইজেরিয়ায় এই বিশ্ববিদ্যালয়টি এখন সেই ধরণের পরিখা তৈরি করতে বাধ্য হয়েছে।
তারা ক্যাম্পাসের চারদিকে মাটি খুড়ে পুরো দুই মিটার গভীর পরিখা তৈরি করেছে। আর পরিখার মাটি জমিয়ে বিশ্ববিদ্যালয়ের চারদিকে প্রাচীরের মতো উঁচু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, পরিখা থাকায় আত্মঘাতী হামলাকারীরা ভিতরে ঢুকতে পারবে না। এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারবে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন