ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামাস টিকে আছে, থাকবে: খামেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

শনিবার এক বিবৃতিতে একথা বলেন ইরানের ধর্মীয় নেতা।

খামেনি বলেন, 'ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার প্রয়ান অবশ্যই বেদনাদায়ক',  কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সাথে শেষ হয়ে যাবে না।' 

তিনি বলেন, 'ফিলিস্তিনি ইসলামি আন্দোলন 'হামাস টিকে আছে এবং টিকে থাকবে।'

খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার 'প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন।' 

সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দেখা যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।

খামেনি বলেন, 'তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।'

খামেনি আরও বলেন, 'তিনি ৭ অক্টোবর, ২০২৩-এর অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন।'

ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি