হামাসকে পরাজিত করতে আরও কয়েক মাস লাগবে: ইসরাইল
প্রকাশিত : ০৮:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৩
গাজায় হামলা-অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, উপত্যকায় হামাসকে পরাজিত করতে আরও কয়েক মাস সময় লাগবে।
তেল আবিব সফররত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে এসব তথ্য জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া অব্যাহত সমর্থন এবং অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে বিরামহীন বোমা হামলায় গাজায় আবারও বন্ধ হয়ে গেছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। পশ্চিম তীরের জেনিনে কয়েক দিনের হত্যাযজ্ঞ শেষে অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে, গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। মার্কিন সমর্থনের কারণেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে না বলে বাইডেনকে জানান এরদোয়ান। অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েলগামী কার্গো জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
এসবি/
আরও পড়ুন