ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হার নিয়ে যা বললেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেলজিয়ামের গোলরক্ষক থিবি কোর্তোয়া একাই পার্থক্য গড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নেইমার।  খেলা শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বেলজিয়ামের প্রশংসা করে নেইমার বলেন, যোগ্যতম দল হিসাবেই বেলজিয়াম জিতেছে। তিনি তাদের প্রতি অভিনন্দনও জানান।

এদিকে রাশিয়া বিশ্বকাপে গতকালের ম্যাচে ব্রাজিলের আত্মঘাতী গোল ও ডি ব্রুইনের নৈপুণ্যে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।

খেলার ৭ মিনিটে প্রথম গোল যেন পেয়েই গিয়েছিল ব্রাজিল। কিন্তু কর্নার থেকে থিয়াগো সিলভা দুই গজ দূর থেকেও পারেননি জালে জড়াতে। বল ফিরে এসেছে বারে লেগে। পরে সেটি ধরে ফেলেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া।

১০ মিনিটে আবার সুযোগ পাওলিনহোর, এবারও কর্নার থেকে। কিন্তু বলে ঠিকমতো পা লাগাতেই পারেননি।

ফেলাইনির শট মিরান্ডার পায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় বেলজিয়াম। ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে ঢুকিয়ে দেন ফার্নান্দিনহো।

এই আত্মগাতী গোলের মাধ্যমে ১৪ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল।

এদিকে ৭৬ মিনিটের মাথায় ব্যবধান কমায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোলটি পরিশোধ করেন বদলি রেনাতো আউগুস্তো।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি