ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

হারিয়ে যাচ্ছে হাওরের ঢব যাত্রাপালা (ভিডিও)

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২২

হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষঙ্গ ঢব যাত্রাপালা। কালক্রমে হারিয়ে যেতে বসলেও সুনামগঞ্জের হাওর জনপদে এখনও মাঝেমধ্যে মঞ্চস্থ হয় এই যাত্রাপালা। রাতভর তা উপভোগ করেন সাধারণ মানুষ। 

আগের দিনে দুর্গাপূজার সময় ধুমধামের সাথে পৌরাণিক কাহিনী-নির্ভর এই যাত্রাপালার আয়োজন করা হতো। 

ঢব যাত্রাপালার বৈশিষ্ট্য হলো, এর জন্য কোনও উঁচু মঞ্চ তৈরি হয় না। দর্শক-শ্রোতা আর অভিনেতারা একই স্তরে থাকেন। ছেলেরা গোঁফ কামিয়ে মেয়ের অভিনয় করেন। আবার প্রয়োজনে কালি দিয়ে গোঁফ আঁকা হয়। কাহিনীর প্রয়োজনে ছেলে-মেয়েদের জন্য বাহারি সব চুল, ঝলমলে পোশাক, মুকুট আর তরবারির ব্যবহার হয়। মেকআপও নেন নিজেরাই।

হাওর-উপজেলা শাল্লার কয়েকটি গ্রামে সম্প্রতি মঞ্চস্থ হয় এই যাত্রাপালা। এলাকার তরুণরা বিভিন্ন কাহিনী-নির্ভর নাটকে অভিনয় করেন। আর রাতভর বিভিন্ন বয়সের দর্শকশ্রোতা তা উপভোগ করেন। 

শিল্পীরা জানান, শিল্পের প্রতি ভালোবাসা আর প্রাচীন ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই আয়োজন।

এক শিল্পী বলেন, ‘আমরা যারা শিল্পী গোষ্ঠী আছি, তারা এই যাত্রামঞ্চের মাধ্যমে দর্শকদের কিছু আনন্দ দেই।’

আরেক শিল্পী বলেন, ‘যাত্রা আমাদের প্রাণ, যাত্রা আমাদের মন। সব কিছুর মধ্যেও আমরা ঐতিহ্যবাহী যাত্রাটাকে ধরে রেখেছি।’

অভিনয়ের মাধ্যমে বর্তমান সমাজের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলারও চেষ্টা করা হয় বলে জানান শিল্পীরা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি