হারের জন্য নিজেদেরই দুষলেন মাহমুদউল্লাহ
প্রকাশিত : ০০:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ হারের পর আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা আনার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু প্রথম ম্যাচের থেকেও বাজেভাবে হারের কারণে ২-০তে হোয়াইট ওয়াশ হতে হয় সফরকারী শ্রীলংকার কাছে। আর এর জন্য নিজেদের পারফরম্যান্সকেই দুষলেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ম্যাচ পরবর্তীর এক সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, “খেলা জিততে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আর টি-২০ খেলায় আক্রমণাত্মক হতে হবে। বোলিং এ প্রতিপক্ষের দ্রুত উইকেট নিতে হবে আর ব্যাট হাতে চাই দারুণ সূচনা”।
“আমার মনে হয় আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এই ফরম্যাটের প্রথম ছয়টি ওভার খুবই গুরুত্বপূর্ণ। উইকেট গেলেও টপ অর্ডারের উচিত ছিল আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করা”।
এসময় দলে একাধিক নতুন খেলোয়াড়ের প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে রিয়াদ বলেন, “যারা দলে সুযোগ পেয়েছে তারা সকলেই যোগ্য। তাদের মেধার পরিচয় দিয়েই দলে জায়গা পেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে টি-২০-তে একটা ভালো জোট আমরা এখনও তৈরি করতে পারিনি। আমাদেরকে এই ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। তা না হলে সামনেও ট২০-তে আমরা ভালো করতে পারব না”।
বাংলাদেশের পরাজয়ে মাঠের পিচের কোন ভূমিকা ছিল কী না; এমন প্রশ্নের জবাবে স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক বলেন, “পিচ ভালো ছিল। ব্যাটিং সহায়ক ছিল। আমরা কাজে লাগাতে পারিনি”।
সাকিবের অভাব অনুধাবন করে তিনি বলেন, “সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর দলে না থাকাটা আসলেই দুঃখজনক। সে দলে থাকলে ম্যাচে আমাদের অবস্থান আরও শক্ত হত”।
প্রসঙ্গত, আজ সিরিজের শেষ টি২০-তে সফরকারী শ্রীলংকার কাছে ৭৫ রানে পরাজিত হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১০ রান করে লংকানরা। ২১১ রান তাড়া করে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ১৩৫ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
এসএইচএস/টিকে