ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হারের পর জরিমানার কবলে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১১ অক্টোবর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ধীর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে বোলিং করা বাংলাদেশ  নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার বোলিং কম করায় জরিমানার মুখে পড়ে। নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা নিশ্চিত করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। 

জরিমানার শাস্তি বাংলাদেশের অধিনায়ক সাকিব মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা।

আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডে বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি