ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হার্ট দিবসে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২৯ সেপ্টেম্বর ২০২১

“হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন”- এ শ্লোগানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের আয়োজনে প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রশ্নত্তোর পর্বে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। 

সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ্জামান, মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মানবেন্দ নাথ নাগসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

প্রধান আলোচক হিসেবে ডা. মো: নাজমুল হাসান বলেন, “মূলত বিশ্বব্যাপী হার্ট সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য বিশ্ব হার্ট দিবস পালিত হয়। প্রতি বছর বিশ্বে প্রায় দুই কোটি মানুষ হৃদরোগে মারা যাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে বাংলাদেশে প্রায় ছয় লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুই লক্ষাধিক রোগী মারা গেছে। এছাড়া প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি পাঁচ জনে একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। উচ্চ রক্ত চাপ, অতিরিক্ত ওজন বৃদ্ধি, চর্বি জাতীয় খাবার গ্রহণ, এলকোহল জাতীয় পানীয় পান, কায়িক পরিশ্রম না করা ইত্যাদি কারণে হৃদরোগে আক্রান্ত হয়। উচ্চ রক্ত চাপ হৃদরোগের প্রধান কারণ। এটি হৃদরোগের একটি নীরব ঘাতক। উচ্চ রক্তচাপ প্রথমে হার্টে আঘাত করে। তারপর ব্রেন, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করতে থাকে। এর ফলে স্ট্রোকের মত মারত্মক রোগে আক্রান্ত হয়।” 

সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিলে হৃদরোগে মৃত্যু কমবে বলে আশা করেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান বলেন, “সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বে বিভিন্ন দিসব পালিত হয়। বিশ্ব হার্ট দিবসে হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আরো বেশি গবেষণার জন্য এ দিবসে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এর মাধ্যমে সামাজিকভাবে আমরা সচেতন হলে হার্টের সমস্যা অনেকাংশে দূর হবে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি