ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৮, ২৬ ডিসেম্বর ২০১৭

জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের জন্য ২০১৭ সালে তার সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন। সেই একাদশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

হার্শা ভোগলের সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। ৫ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন এ দলে। ইংল্যান্ডের আছেন দুইজন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের আছে একজন করে ক্রিকেটার। দলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার নেই।

সেরা ওয়ানডে একাদশঃ

রোহিত শর্মা (ভারত), শিখর ধাওয়ান (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), লিয়াম প্ল্যাংকেট (ইংল্যান্ড) ও হাসান আলী (পাকিস্তান)।

 

সূত্র : ক্রিকবাজ

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি