ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাসনাত-সারজিস বহিষ্কার, জানা গেল বিজ্ঞপ্তিটির রহস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে—এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্ক তৈরির অভিযোগসহ একাধিক কারণ উল্লেখ করা হয়।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই বহিষ্কারের দাবিটি সত্য নয়। এনসিপির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং ছড়ানো চিঠিটি ভুয়া।

চিঠিটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ব্যবহৃত ফন্ট এনসিপির আসল প্রেস বিজ্ঞপ্তির ফন্টের সঙ্গে মিলছে না। এনসিপির ফেসবুক পেজেও এমন কোনো ঘোষণার তথ্য নেই।

সংবাদমাধ্যমকে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমি এ ধরনের কোনো চিঠি ইস্যু করিনি। এটি সম্পূর্ণ ভুয়া।’

সুতরাং, হাসনাত-সারজিসের বহিষ্কার নিয়ে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া ও ভিত্তিহীন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি