ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা, ট্রাকচালক-হেলপার রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৮:২০, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার পুলিশের আবেদনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। 

দুই আসামি হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে হেলপার রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।

রিমান্ড শুনানিতে অংশ নেয়া আইনজীবী মো. শাহজাহান জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৫৮ ধারায় তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৮ নভেম্বর চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে আসেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ওইদিন সন্ধ্যায় আইনজীবী সাইফুলের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন তারা। ফারাঙ্গা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার পথে তাদের গাড়িবহরের টয়োটা প্রিমিও মডেলের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। 

এতে কারটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে ধরে ফেলেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে ট্রাকচালক মুজিবর রহমান ও তার ছেলে হেলপার রিফাত মিয়াকে আসামি করে মামলা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি