ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৬ মে ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর বাসায় ফেরেন।

তিনি এখন সুস্থ আছেন। তবে তাঁর  শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন তিনি বিশ্রামে থাকবেন।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেইসঙ্গে যারা তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ছাড়া পাওয়ার আগ পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি