ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাসপাতালে আরও ৭৭ ডেঙ্গু রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ৩ আগস্ট ২০২২

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৮ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৮৮৯ জন, ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৪২০ জন এবং ঢাকার বাইরে ৪৬৯ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫৪৪ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ১৫৮ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৮৬ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি