হাসপাতালে আসহায়দের অবলম্বন নেসার
প্রকাশিত : ১৬:৪০, ২৯ অক্টোবর ২০২৩
অজ্ঞাত রোগীদের বন্ধু সাইফুল ইসলাম নেসার। এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাম না জানা রোগীদের স্বজন হয়ে সেবা দিয়ে যাচ্ছেন এ যুবক। শুধু সেবাতেই সীমাবদ্ধ নয় নেসারের কর্মকাণ্ড। নানা জটিলতায় হারিয়ে যাওয়া রোগীদের পরিবারের কাছে ফিরিয়েও দেন তিনি।
চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সাইফুল। আর্থিক অস্বচ্ছলতা ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে ২০০৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার বাবা। সেই কষ্ট থেকেই অফিসের কাজ শেষ করে প্রতিদিন হাসপাতালে এসে অজ্ঞাত রোগী খুঁজে বের করে সেবা দেয়া ও তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেয়াই হল তার লক্ষ্য।
দুর্ঘটনায় আহত কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বজন ছাড়া হাসপাতালে কোন রোগী এলে চিকিৎসা সেবা পাওয়া অনেকটা দুরূহ হয়ে ওঠে। সঠিক সময়ে সেবা না পেলে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। আর তখনই সেবার হাত বাড়িয়ে দেন সাইফুল।
সাইফুল ইসলাম নেছার জানান, যখন তার বাবা মারা যান তখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিলো না। তখন বাবার সঠিক চিকিৎসা করতে পারেন না তিনি। তখন থেকেই তিনি মনস্থির করেছেন যতদিন বেচে থাকবন মানুষের জন্য কিছু করে যাবেন।
প্রথমে শুধুমাত্র ব্যক্তিগতভাবে অজ্ঞাত রোগীদের সেবা দেয়া শুরু করলেও বর্তমানে কিছু তরুণ যুবক নিঃস্বার্থভাবে সেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছেন সাইফুলের সহযোগিতায়। এছাড়া অজ্ঞাত রোগীদের চেনার স্বার্থে হালকা কমলা রংয়ের বিশেষ পোশাকও পরানোর ব্যবস্থা করেছেন সাইফুল এবং তার সহযোদ্ধারা।
সাইফুল ইসলাম তার এমন মহৎ কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন জেলাপ্রশাসন থেকে সম্মাননাও।
অনুষ্ঠানে তিনি সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা সেল চালু করার দাবির পাশাপাশি অজ্ঞাত রোগীদের জন্য প্রতিটি হাসপাতালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা একটি পেজ খোলার উপর জোর দেন।
এমএম//
আরও পড়ুন