হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন
প্রকাশিত : ১১:২৯, ২৪ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড জ্বর নিয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির ডেপুটি চীফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় তিনি বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পর্যবেক্ষণে রাখার জন্য সোমবার বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।’
তবে তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি।
এরআগে রক্তের সংক্রমণের কারণে ২০২১ সালের অক্টোবরে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।ক্লিনটন ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিসকের পরামর্শে তার বাইপাস সার্জারি হয়। এর ৬ বছর পর তার হার্টে রিং পরানো হয়।
১৯৯৩ সালের ২০ জানুয়ারি থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন।
এএইচ
আরও পড়ুন