ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:১১, ৯ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ডুয়ানে অলিভিয়েরের বাউন্সার এসে আঘাত হানে মুশিকুর রহিমের হেলমেটে। তাতে মাথায় আঘাত পান মুশফিক। তিনি আউট হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।

সতর্কতার অংশ হিসেবে মুশফিককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন। প্রাথমিকভাবে চিকিৎসক কোনো সমস্যা দেখেননি। তবে মুশফিক পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানান, তিনি ঠিক আছেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে অলিভিয়েরের বাউন্সার মুশফিকের হেলমেটে আঘাত হানে। অনেক আগেই চোখ সরিয়ে নেওয়া ডানহাতি ব্যাটসম্যান আঘাত পাওয়ার পিচ ছেড়ে একটু এগিয়ে বসে পড়েন। একটু সময় পর শুয়ে পড়তে দেখা যায় তাকে।

সতীর্থ ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আর দুই আম্পায়ার ছুটে আসেন মুশফিকের দিকে। বাংলাদেশের ফিজিও, দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ঢুকেন মাঠের ভেতরে।

কিছুটা সময় পরে উঠে দাঁড়ান মুশফিক। হেলমেট বদলিয়ে ব্যাটিং শুরু করেন। অলিভিয়েরের পরের বলটাও ছিল বাউন্সার, এবার শেষ সময় পর্যন্ত চোখ রেখে ছেড়ে দেন তিনি। পরে ঠিকঠাক মতো সামলান অলিভিয়েরের আরও বাউন্সার।

আরও ৪০ মিনিট ব্যাট করার পর ফিরেন মুশফিক। ওয়েইন পার্নেলের বল ছেড়ে দিয়ে হন এলবিডব্লিউ।

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি