ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হাসান রোহানি ২য় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২০ মে ২০১৭ | আপডেট: ১৯:০২, ২০ মে ২০১৭

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান রোহানি।
রক্ষণশীল  প্রার্থী ইব্রাহিম রাইসিকে হারিয়ে আবারও চার বছরের জন্য নির্বাচিত হলেন তিনি। চার কোটি ভোটের মধ্যে ৫৭ ভাগ ভোট পান রোহানি। এরইমধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন হাসান রোহানিকে অভিনন্দন জানিয়েছে। এদিকে রোহানির প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইসি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। ভোট দেয়ার সময় বাড়িয়ে রোহানিকে জয়ী করার চেষ্টা করা হয়েছে বলে দাবী করেন তিনি। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোটারদের অনুরোধ ও জনগণের বিপুল অংশগ্রহণের কারণে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি