‘হাসিনার ভাষায় জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে’
প্রকাশিত : ০৮:৩৩, ৩০ মার্চ ২০২৫

শেখ হাসিনার ভাষায় জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার (২৯ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন আবার আরেক দল নেমেছে। এরা বলছে, আমাদের এতগুলো কাজ করতে হবে, সংস্কার করতে হবে। ভোটের জন্য অপেক্ষা করতে হবে। তারা তো বুঝতে পারছে না, তারা যে শেখ হাসিনার ভাষায় জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করে, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, দেশের পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সংসদে গিয়ে দেশের সব পরিবর্তন আনবে। আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি এখানে। তাই অতিসত্বর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে। আর কেউ নয়।
কিছু কিছু দল জনগণকে ভয় পায় দাবি করে তিনি বলেন, আজকে কিছু কিছু শক্তি, যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের ওপর আস্থা নেই, যারা নির্বাচনব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়, তারা জানে নির্বাচনে গেলে তাদের হয়তো যে ফলাফল আসা দরকার, সেটা আসবে না। সে জন্য শেখ হাসিনা ১৫ বছর জনগণকে নির্বাচনে যেতে দেয়নি।
আমীর খসরু বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা গণতন্ত্র চাই, মানবাধিকার চাই, আইনের শাসন চাই। দেশের মানুষের ভোটে নির্বাচিত জনগণের মাধ্যমে একটি সংসদ চাই, সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সবাই মিলে এটা বাস্তবায়ন করব।
এসএস//
আরও পড়ুন