ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হায়দরাবাদের কাছে কেকেআরের হার, ব্রুকের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৫ এপ্রিল ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সুযোগ পায়নি লিটন কুমার দাস।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল পুঁজি পায় হায়দরাবাদ। 

৫৫ বলে তিন ছয় ও ১২ চারে সেঞ্চুরি করেন ব্রুক। আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি এটি।

এছাড়া ২৫ বলে ৫০ রানের ঝরো ইনিংস খেলেন অধিনায়ক এইডেন মার্কারাম। 

জবাবে নিতিশ রানার ৭৫ ও রিংকু সিংয়ের ৫৮ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি কলকাতা। ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে তারা। 

দারুণ সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরষ্কার জিতেন হ্যারি ব্রুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি