ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

`হিচকী`দেখে মাধুরীর চোখে পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কাঁদলেন মাধুরী দীক্ষিত। তবে সে কান্না অন্য কোনো কারণে নয়। রানী মুখার্জির ‘হিচকী’ ছবি দেখেই আচঁলে চোখের পানি মুছলেন। আর মাত্র কয়েকটা দিন বাকি। রানী মুখার্জির ক্যারিয়ারের অন্যতম ছবি এটি। আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে ‘হিচকী’। তার আগে স্পেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে কেঁদে ফেললেন মাধুরী দীক্ষিত। 

সোশ্যাল মিডিয়ায় মাধুরী লিখেছেন, হিচকীর গল্পটা অসাধারণ। খুব ভালো কাস্ট। সিদ্ধার্থ পি মলহোত্রা খুব ভালো পরিচালনা করেছেন। রানীর আরও একটা দারুণ পারফরম্যান্স। মাধুরীর সাথে রেখা, করণ জোহর, সুস্মিতা সেন, বনি কাপুর, খুশি কাপুর, শিল্পা শেট্টি উপস্থিত ছিলেন স্পেশাল স্ক্রিনিংয়ে। 

`হিচকী`তে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানী। তার চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তার কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্র-ছাত্রীদের মন জয় করে নেন। সিদ্ধার্থ পি মলহোত্র পরিচালিত এই ছবিতে এক নতুন রানীকে দর্শক দেখবেন বলে দাবি গোটা টিমের।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি