ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৩ অক্টোবর ২০২৪

লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন গত ১৯ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনে আঘাত হানে। ওই বিস্ফোরণের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টেবার) বিস্ফোরণের ছবি প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। এর আগে এসব বিষয় প্রকাশের অনুমতি দেয়নি দেশটির সামরিক সেন্সর বোর্ড। 

টাইমস অব ইসরাইলসহ এবং অন্যান্য ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলেছে, তারা মঙ্গলবার ছিন্নভিন্ন জানালা বিভিন্ন চিত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে।  

সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে চিত্র উঠে এসেছে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়। তবে জানালা ভেদ করে তা তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। 

তবে কাঁচের টুকরো পাশের সুইমিং পুল ও আঙ্গিনায় গিয়ে পড়ে।

এদিকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বাসভবনে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ এ কথা জানান।  

এর আগে গত ১৯ অক্টোবর ইসরায়েলের সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কেউ আহত হয়নি এবং ঘটনার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

তবে এই ঘটনাটি ইসরায়েলের সতর্কতা ব্যবস্থার বেশ কয়েকটি ব্যর্থতা তুলে ধরেছে। সিজারিয়ায় ড্রোন প্রবেশের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে নামানোর পর তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়। 
ড্রোনগুলো ধ্বংস করার জন্য আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটি তৃতীয় ড্রোনটি শনাক্ত করতে পারেনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি