ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিজলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মেজর অব. মোজাম্মেল ও সম্পাদক ড. কামাল উদ্দিন জসিম নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ২২:১৮, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর রাওয়া ক্লাবে শনিবার (২২ মার্চ) বরিশালের হিজলা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেজর (অব.) মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিএমডি ড. কামাল উদ্দিন জসিম।

নির্বাচন কমিশনারসহ সভাপতি-সম্পাদকরা কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। কমিটি তিনবছর দায়িত্ব পালন করবে।

আয়োজকরা জানান, ২য় বছরে পদার্পণ করলো  ঢাকা ও অন্যশহর এমনকি দেশের বাইরে বসবাসকরা নাগরিকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে করা প্ল্যাটফর্মটি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্নেল আলাউদ্দিন,  ডা. এ এস এম মঈন, ড. মিজানুর রহমান, ড. কেএএম সাইফুল ইসলাম,  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির আইনি সহায়তা সেলের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুনশী, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন।  
বক্তারা বলেন, বেশিরভাগ নদীভাঙনগ্রস্ত জনপদটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত থাকায় স্থানীয়দের পক্ষে অনেকসময় অন্য কোন ভাবনার সুযোগ থাকে না। সে কাজটি করার জন্য দূরে বসবাসকারী নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। 

রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্য থাকলেও এলাকার প্রশ্নে অভিন্ন স্বত্ত্বা হিসেবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অন্যান্যে মধ্যে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান, পরমাণু শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদুল ইসলাম, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার (ইএনটি) ডা. শাহ সেকান্দার তুহিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কামরুল হক, সাবেক কৃতী ফুটবলার আদেল, মো. মোশারফ হোসেন খোকন, সেলিনা ইসলাম তুহিন, শাহেদ মুন্সী, এস এম ইকরাম হোসেন (রাসেল), মো. উজ্জ্বল সরদার, সাংবাদিক রুকনুজ্জান উজ্জ্বল, মো. মিজানুর রহমান খবির,  মো. রাশেদুল আলমসহ অন্য সদস্যরা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এম তসলিম।

ইফতার পূর্ব আলোচনায় মুহাদ্দিস মাহমুদুল হাসান। রোজার তাৎপর্য, গুরুত্বসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেন তিনি। পরে সংগঠন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, হিজলা উপজেলাসহ আশপাশের এলাকায় রোগীসেবার জন্য রাবেয়া আল নূর মসজিদের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর প্রস্তাবনা রাখেন আলোরকথা সম্পাদক মিজানুর রহমান খবির।  

সভাশেষে অনানুষ্ঠানিকভাবে রাখা প্রস্তাবটি নিয়ে পরবর্তী সভায় আলোচনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানান সদস্যরা। পুরো আয়োজন সফল হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান আগতরা।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি