ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘হিযবুত তাহরীর’ এর দুই সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ মহসিন ও মোঃ সামির।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৫টায় নিউমার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ১০ টি ‘হিযবুত তাহরীর/উলাই‘য়াহ্ বাংলাদেশ’ লেখা পোস্টার ও ২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

সিটিটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মোঃ মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর সাথে জড়িয়ে পড়ে এবং ২০১১ সালে এ সংক্রান্তে গ্রেফতার হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যায়। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে সে আবার সক্রিয়ভাবে হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম শুরু করে। সে ও তার সহযোগীরা পরস্পর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে যোগাযোগ রক্ষা করে। তারা বিভিন্ন উগ্রপন্থী পোস্টার বিলি করে এবং বিভিন্ন স্থানে লাগিয়ে তাদের সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি