ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হিলারি প্রভাব খাটিয়েছিলেন কি না তার অনুসন্ধানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:৫১, ৩ জুন ২০১৭

ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে হিলারি ক্লিনটন কোন প্রভাব খাটিয়েছিলেন কি না তার অনুসন্ধানে নেমেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে তদন্ত শুরু  করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি। এরই মাঝে বিষয়টি নিয়ে চিঠি দেয়া হয়েছে যুক্তরান্ত্রর পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে। চিঠিতে এ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় তার কাছে। এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-মিশন প্রধান জন ডানিলোভিচকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ বিষয়ে একাধিক অভিযোগ করেন।





Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি