ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হিলারি ৪ এবং ট্রাম্প ৩ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন

প্রকাশিত : ০৯:৩১, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:০৬, ১৬ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট মনোনয়নের ভোটে একযোগে ৫টি অঙ্গরাজ্যের প্রাথমিক ভোটে চার অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। অপরদিবে তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় সুপার টুইসডে হিসেবে পরিচিত এ ভোটে ওহাইওতে রিপাবলিকান দলের ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন জন কেসিস। তবে ফ্লোরিডা, ইলিনয় ও নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে মিসৌরি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে। বাকি চারটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি। ডেমোক্র্যাট প্রার্থীতার লড়াইয়ে হিলারির এ পর্যন্ত জয় হয়েছে ১৬টি রাজ্যে আর স্যান্ডার্সের জয় ৯টি রাজ্যে। আর রিপাবলিকান ট্রাম্পের জয় হয়েছে ১৮টি রাজ্যে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি