ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

হিলারিকে আরো শক্তহাতে মোকাবেলা করতে চান ট্রাম্প

প্রকাশিত : ১২:৩২, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ২৮ মার্চ ২০১৭

আগামী প্রেসিডেন্সিয়াল বির্তকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে আরো শক্তহাতে মোকাবেলা করতে চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। এসময় তিনি প্রথম দফার বির্তকে হিলারির অনুভূতিতে আঘাত করতে চান নি বলেই কঠোর ভাবে তার কথার জবাব দেননি বলে দাবি করেন। এছাড়া এ বির্তকে সঞ্চালক লেস্টার হল্টের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলেন ট্রাম্প। বির্তক পরবর্তী বিভিন্ন সংবাদ মাধ্যমের জরীপ বলছে, বিতর্কে হিলারির কাছে ধরাসায়ী হয়েছেন ট্রাম্প। বিভিন্ন মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১০ কোটিরও বেশি মানুষ সরাসরি এই বির্তক উপভোগ করেছেন। গেল ৫০ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি