ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

হিলিতে কাঁচামরিচের দাম কমলো কেজিতে ৮০ টাকা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ২৫ জুলাই ২০২৪

আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকাড়িতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ২শ’ থেকে ২শ’ ২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি পাইকাররা।

কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। তবে ইন্টারনেট না থাকায় সকল আমদানিকারক এলসি খুলতে না পারায় ও নগদ টাকার অভাবে শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির পরিমাণ কমে গিয়েছিল। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সররবাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। ইন্টারনেট চালু হওয়ায় দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। যার কারণে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির পরিমাণ বেড়েছে। 

গতকাল বন্দর দিয়ে একদিনেই ২৫টি ট্রাকে ২২৭ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। 

কাঁচামরিচ আমদানিতে কেজি প্রতি শুল্ক দিতে হচ্ছে ৩৫ টাকা। এটি কমানো হলে দাম আরও কমে আসবে বলে জানান এই আমদানিকারক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি