ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

হিলিতে ফের কেজিতে ১২০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৪ জুলাই ২০২৩

সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে আবারও কেজিতে ১২০ টাকা বেড়েছে দেশীয় কাঁচামরিচের দাম। 

২শ’ টাকা কেজির কাঁচামরিচ আজ মঙ্গলবার ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানের ফলে মোকামে কাঁচামরিচের দাম কমেছিল। গতকাল মোকাম ১৬০ টাকা কেজিতে কিনে বাজারে ২শ’ টাকায় বিক্রি করেছিলেন তারা। আজ মোকামেই ২৮০ টাকা কেজিতে কাঁচামরিচ কিনেছেন তারা।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে, বলছেন বিক্রেতারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি