ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

হিলিতে ৪৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০১, ৩১ জুলাই ২০১৯

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আসা ৪৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকা থেকে ফেনসিডিলের এ চালান উদ্ধার করা হয়। 

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী জানান, ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। 

এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বুধবার গভীর রাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযানে যায়। 
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৫টি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় বস্তাগুলি থেকে ভারতীয় ৪৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।উদ্ধারকৃত ফেনসিডিলগুলোর মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা বলে জানা যায়।ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি’র নায়েব সুবেদার শাহজানান আলী। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি