ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

হীরা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষার গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ২৩ জুলাই ২০২৩

পাবনা জেলার রাহাত চৌধুরী হীরা (২৪)  হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষারকে গ্রেফতার করেছে র‍্যার ১২ ও ১০’র সদস্যরা। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৮ সালে ২৮ মে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পাবনা জেলার পৈলানপুরে রাহাত চৌধুরি হীরা নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের হয়। গত ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি এ হত্যা মামলার ৯ আমামির মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় বাকি ৪ জন আসামী খালাস পায়। 

রায়ের পর থেকেই মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। 

এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২২ জুলাই ঢাকার কামরাঙ্গীরচর নবীনগর এলাকা থেকে আসামি তুষারকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে চলতি বছরের ৮ এপ্রিল অপর আসামি মিজানক গ্রেফতার করে র‍্যাব-১২। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুষার (৩৪) পাবনা জেলার পৈলানপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। নিহত রাহাত চৌধুরী হীরা একই এলাকার বাসিন্দা ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি