ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হুতিরা কেন রিয়াদে হামলা করছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৫, ৩০ মার্চ ২০১৮

ইয়েমেনে গত তিন বছর ধরে চালানো সৌদি-জোটের বিমান হামলার প্রতিবাদে হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি-আরবের রিয়াদ লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। গত রোববার সৌদি আরবের আবা, জিজান ও নাজরানে ক্ষেপনাস্ত্র হামলা চালায় হুতিরা। তাই হঠাৎ করে হুতি বিদ্রোহীদের বিমান হামলা ভাবিয়ে তুলেছে সৌদি-আরবকে।

সোভিয়েত-প্রযুক্তি ব্যবহার করে হুতি বিদ্রোহীরা এই ক্ষেপনাস্ত্র বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি-আরবের কর্তৃপক্ষ দাবি করেছে, ওই হামলা ঠেকিয়ে দিয়েছে তারা। এসময় ক্ষেপনাস্ত্রগুলো ভূপাতিত করার সময় এক মিশরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র মুহাম্মদ আল-বুখাইতি আল-জাজিরাকে বলেন, সৌদি-আরবের হামলার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। সৌদি-আরবের হামলার জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-আরবের কোন যুদ্ধ-বিরতি চুক্তি হবে না বলেও মত দেন তিনি।

এদিকে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা বন্ধ না করলে, হুতিরা আরও বেশি পরিমাণে ক্ষেপনাস্ত্র হামলা চালাবে বলে ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, সৌদি আরব হামলা বন্ধ করলেই আমরা হামলা বন্ধ করবো। অন্যথায়, আমরাও হামলা চালিয়ে যাবো।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি