হুমায়ূন আহমেদের স্মরণীয় ৮ উক্তি
প্রকাশিত : ১১:৫১, ১৯ জুলাই ২০১৯
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তিনি চিকিৎসাধীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা জাতি। সেই শোক আজো কাটেনি ভক্ত-পাঠকদের হৃদয় থেকে।
হুমায়ূন নেই কিন্তু তিনি বেঁচে আছেন লক্ষ পাঠকের হৃদয়ে। তিনি তার ভক্ত-শুভার্থীদের জন্য বিভিন্ন সময় বিখ্যাত উক্তি লিখেছেন। যে উক্তি মানুষের জীবনকে বদলে দিতে পারে।
“যা পাওয়া যায়নি, তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা স্পরর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি আমাদের মমতার সীমা নেই”
“যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে। তার কথা আমাদের মনে থাকে না।
মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা”
“কান্নার সঙ্গে তো সমুদ্রের খুব মিল আছে।
সমুদ্রের জল নোনা। চোখের জল নোনা।
সমুদ্রে ঢেউ ওঠে। কান্নাও আসে ঢেউয়ের মতো”
“হাসি সব সময় যে সুখের প্রকাশ তা নয়, আপনি কতটা দু:খ লুকাতে পারেন তাও বোঝায়।”
“এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই।”
“পৃথিবীরতে সব নারীদের ডাক উপেক্ষা করা যায়, কিন্তু ‘মা’এর ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি।”
“মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়. জন্মের সময় মানুষের বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায়. আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে।”
“তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে”
আরও পড়ুন