ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেড টু হেড ব্রাজিল-মেক্সিকো: পরিসংখ্যানে এগিয়ে যে দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ রাত আটটায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মেক্সিকো। শক্তিমত্তায় আমেরিকার দুই দেশই একে অপরের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে। সামগ্রিক পারফরমেন্সে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে নেই উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

১৯৯০ সালের পর থেকে কখনও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছ`টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো। বিশ্বকাপের আসরে চারবারের সাক্ষাতে একবারও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকানরা।

# পরিসংখ্যানে ব্রাজিল-মেক্সিকো লড়াই

* শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত তিতের ব্রাজিল।

 

* ১৯৯৯ সালের পর থেকে ব্রাজিলের বিরুদ্ধে শেষ ১৫টি ম্যাচের ৭টিতে জিতেছে মেক্সিকো, হেরেছে ৫টি ম্যাচ।

* গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচে ৫৬টি শট নিয়েছে ব্রাজিল। সেখানে প্রতিপক্ষ মেক্সিকো নিয়েছে ৪৪টি শট।

* টুর্নামেন্টে এখন পর্যন্ত ১,৮৮৪টি পাস দেওয়ার চেষ্টা করেছে সেলেকাওরা, যা মেক্সিকোর চেয়ে ৬৩১টি বেশি।

* গ্রুপ পর্বের তিন ম্যাচে ২৯৭.৬৬ কিলোমিটার দৌড়েছে মেক্সিকো। ব্রাজিলের সবাই মিলে দৌড়েছে ৩১৩.৪ কিলোমিটার।

* এখন পর্যন্ত ব্রাজিল-মেক্সিকো মুখোমুখি হয়েছে ৪০ বার। ব্রাজিল যেখানে ২৩টি ম্যাচ জিতেছে, সেখানে মেক্সিকো জিতেছে ১০টি ম্যাচ।ড্র হয়েছে ৭টি ম্যাচ। বিশ্বকাপে চারবারের সাক্ষাতে প্রথম তিনবারই জিতেছে ব্রাজিল। শুধু ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

* বিশ্বকাপে চারবারের সাক্ষাতে ব্রাজিলের বিরুদ্ধে কোনও গোল করতে পারেনি মেক্সিকো, উল্টে গোল হজম করেছে ১১টি।

* ব্রাজিল শেষবার কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ১৯৯০ সালে।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি