ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেডফোন ভালো রাখার কিছু টিপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১৮, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কথায় আছে বর্তমান যুগের প্রেম আর হেডফোনের প্যাচ যখন তখন লেগেই থাকে। প্রেমের মতো হেডফোনেরও যত্ন নেওয়া চাই। লম্বা সময়ের ভ্রমণে বা মন খারাপের সময় কাছে হেডফোন থাকলে আপনার বোরিং সময়টা ভালো ভাবেই কাটাতে পারবেন। তবে এক্ষেত্রে একটা সমস্যা হলো হেডফোন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হেডফোন ব্যবহারের একটু সচেতন হলেই এ সমস্যা এড়াতে পারেন। চলুন তাহলে জেনে নেই হেডফোনকে ভালো রাখার কিছু টিপস।

১. ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই হেডফোন প্যাক করা উচিত নয় । এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

২. ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।

৩. যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন।

৪. ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।

৫. অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি