ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেপাটাইটিস বি-এর প্রথমিক ৭ লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হেপাটাইটিস বি প্রাণঘাতী মারাত্মক রোগ। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতি বছর হেপাটাইটিস বি-তে আক্রান্ত হচ্ছেন। চিকিত্সকদের মতে, হেপাটাইটিস-বি এইডসের চেয়ে বেশি সংক্রামক। এইডসের কারণে পৃথিবীতে এক বছরে যত জনের মৃত্যু হয়, প্রতিদিন তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয় হেপাটাইটিস বি-এর কারণে।

হেপাটাইটিস বি-এর সবচেয়ে ভয়াবহ দিকটি হল, এর উপসর্গ বা লক্ষণগুলো অত্যন্ত সাধারণ। ফলে হেপাটাইটিস বি-র সংক্রমণ মারাত্মক আকার ধারণ করার আগে পর্যন্ত আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না যে তিনি এই রোগের শিকার। কিন্তু প্রথমিক স্তরেই যদি এই প্রাণঘাতী এই রোগের চিকিত্সা শুরু করা যায়, তবেই রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য এ রোগের লক্ষণগুলোকে প্রথমিক পর্যায়ে চেনা অত্যন্ত জরুরি। চলুন চিনে নেওয়া যাক হেপাটাইটিস বি রোগের প্রথমিক লক্ষণগুলোকে-

১) সব সময় অবসন্ন বোধ করা।

২) বেশিরভাগ সময়েই মাথা ব্যথা করা।

৩) হঠাত্ হঠাত্ গা চুলকাতে থাকা।

৪) হাড়ের জয়েন্টে (অস্থিসন্ধিতে) ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করা।

৫) সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।

৬) সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন তখন বমি হওয়া।

৭) চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি