হেরে কোহলিদের বিদায়, ভেসে থাকল রাজস্থান
প্রকাশিত : ১০:০৬, ২০ মে ২০১৮
আইপিএলে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ দিকের ম্যাচগুলোতে দুর্দান্ত কামব্যাকে টিকে ছিল কোহলিদের প্লে-অফে খেলার সম্ভাবনা। কিন্তু সেটিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আইপিএল থেকে ব্যাঙ্গালুরুরকে বিদায় করে দিল রাজস্থান।
শনিবার রাতে ১৬৪ রান করেও বেঙ্গালুরুর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করল রাজস্থান। ৩০ রানের এই জয়ে বিরাট কোহলির দলকে বিদায় করে প্লে অফে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল তারা।
টসে জিতে এ দিন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। রাহুল ত্রিপাঠীর ফিফটিতে ৫ উইকেটে ১৬৪ রান করে রাজস্থান। এরপর শ্রেয়াস গোপালের দুর্দান্ত লেগ ব্রেকে বেঙ্গালুরুকে তারা ১৩৪ রানে অলআউট করে ১৯.২ ওভারে।
বাটলার না থাকায় এ দিন তাই রাহুল ত্রিপাঠি (৮০)-র সঙ্গে ইনিংস ওপেন করেন জোফ্রা আর্চার (০)। কোনও রান পাননি সঞ্জু স্যামসনও। কিন্তু অজিঙ্ক রাহানে (৩৩) ও হেনরিখ ক্লাসেন (৩২) রান পাওয়ায়, নির্ধারিত কুড়ি ওভারে রাজস্থানের ইনিংস শেষ হয় ১৬৪-৫। ২৫ রানে তিন উইকেট নেন উমেশ যাদব।
জবাবে শুরুতেই বিরাট কোহালি (৪)-কে ফিরিয়ে দিয়ে বেঙ্গালুরুকে ধাক্কা দেন কৃষ্ণাপ্পা গৌতম। কিন্তু তার পরেও ডিভিলিয়ার্স ও পার্থিব মিলে স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করেন। কিন্তু এর পরেই বেঙ্গালুরু ইনিংসে ধস নামান শ্রেয়স। পরের ৪১ বলে আরসিবি যোগ করে ৩৩ রান। প্যাভিলিয়নে ফেরেন সাত ব্যাটসম্যান। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ১৩৪ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস।
৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গোপাল। ৬ জয়ের বিপরীতে ৮টি হার নিয়ে এবারের আইপিএল শেষ করল বেঙ্গালুরু।
সূত্র: ক্রিকইনফো
একে//