ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হেসে-খেলে জয় তুলে নিল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। লোয়ার স্কোরিং ম্যাচে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইমামুল ফখর জামানরা।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ইমামুল হক। এশিয়াকাপে মাঠে নেমেই তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি। ইমামুলের অপরাজিত ৫০, ফখর জামানের ২৪, বাবর আজমের ৩৩ আর শোয়েব মালিকের অপরাজিত ৯ রানের জবাবে সহজ জয় তুলে নেয় দলটি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নবাগত দল হংকং। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১১৭ রানের টার্গেট দেয় দলটি। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আজাজ খান। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আরেক ব্যাটসম্যান কিনচিত শাহ।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিজাখত খান ও আনসুমান রাথ। মোহাম্মদ আমির আর উসমান খানকে ভালোই মোকাবেলা করছিল দুইজন। কিন্তু পঞ্চম ওভার থেকেই শুরু হয় বিপর্যয়, যা আর সামলে উঠতে পারেনি দলটি।

এদিকে পাকিস্তানের পক্ষে নবাগত উসমান খান একাই নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া শাদব খান ও হাসান আলী প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট। তবে মোহাম্মদ আমির সাত ওভার বল করে একটি উইকেটও তুলে নিতে পারেননি। এদিকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উসমান খান

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি