ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হোঁচট খেয়ে বছর শুরু চেলসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৩ জানুয়ারি ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ২০১৮ সাল শেষ করেছিল চেলসি। কিন্তু নতুন বছরের শুরুটা ভালো হলো না ব্লুজ খ্যাত দলটির। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সাউথ্যাম্পটনের বিপক্ষে হোঁচট খেয়ে নতুন বছর শুরু করল মাউরিসিও সাররির দল।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। ফলে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্লুজরা।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি চেলসি। ম্যাচের দ্বাদশ মিনিটে আলভারো মোরাতার হেড ও ২৩তম মিনিটে উইলিয়ানের শট জাল খুঁজে পায়নি। ম্যাচের ৩৪তম মিনিটে আন্টোনিও রুডিগারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি বেলজিয়ামের ফরোয়ার্ড এদেন আজার।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে রস বার্কলির বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি আজার। এরপর জর্জিনিয়োর শট, দাভিদ লুইসের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়েও উভয় দল গোল করতে ব্যর্থ হলে চলতি লিগে পঞ্চম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ফলে বছরের শুরুটা হোঁচট দিয়েই শুরু করলো ব্লুজরা।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি