ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হোটেল নয়, ‘ভাসমান প্রাসাদে’ থাকবেন ফুটবলারদের সঙ্গিনীরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৫ নভেম্বর ২০২২

শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজন ঘিরে সাজ সাজ রব। ফুটবলারদের উৎসাহ জোগাতে কাতার পাড়ি দেবেন তাদের স্ত্রী, প্রেমিকারাও। ব্যতিক্রম নন ইংল্যান্ডের ফুটবলারদের সঙ্গিনীরাও। তবে তাদের জন্য থাকছে এলাহী ব্যবস্থা।

২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। সেখানে যাবেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাও। তবে সঙ্গিনীদের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারবেন না ইংরেজ ফুটবলাররা।

কাতারে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য থাকছে বিশেষ থাকার ব্যবস্থা। কোনও বিলাসবহুল হোটেল নয়। বিশাল একটা প্রমোদতরীতে থাকবেন তারা।

তবে এটা যেই সেই প্রমোদতরী নয়। এই জাহাজ দেখলে চোখ ধাঁধাবে নিশ্চিত। বিনোদনের সব রকম রসদ মজুত থাকছে ওই প্রমোদতরীতে। নাম তার ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’।

জানা গেছে, বিলাসবহুল ওই প্রমোদতরীটি কোনও একটা জায়গায় নোঙর করা থাকবে। সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।

এই প্রমোদতরীর দাম জানলে চোখ কপালে উঠবে। জানা গেছে, প্রমোদতরীটির দাম প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। যার নাম দেয়া হয়েছে ‘ভাসমান প্রাসাদ’।

ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যাতে কখনও অনুভব না করেন যে, তারা প্রমোদতরীতে রয়েছেন, সে জন্য বিলাসবহুল ব্যবস্থায় কোনও কমতি রাখা হয়নি। সেলুন, বুটিক, রেস্তরাঁ, পানশালা থেকে শুরু করে কী নেই সেখানে।

কাতারে মদ্যপান করা নিয়ে কড়াকড়ি রয়েছে। তবে ওই প্রমোদতরীতে নিশ্চিন্তে মদ্যপান করতে পারেন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।

কেউ কেউ বলেছেন, বিশ্বকাপে যদি ইংলিশ ফুটবলাররা ভালো খেলেন, তা হলে জয়ের উদ‌যাপনে গমগম করতে পারে ওই ‘ভাসমান প্রাসাদ’টি।

তবে শুধু ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকা নন, তাদের সন্তান ও পরিবারের অন্য সদস্যরাও থাকতে পারবেন ওই প্রমোদতরীতে। বিশেষ করে বাচ্চাদের জন্যও থাকছে একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা। রয়েছে বাস্কেটবল, বাম্পার কার, রোলার ডিস্কো রিঙ্ক।

প্রমোদতরীতে একটি কেবিনে ডবল বেড ও বাঙ্কের ব্যবস্থা রয়েছে। সেখানে চার জন ভালোভাবে ঘুমাতে পারবেন নিশ্চিন্তে। আর ওইসব কেবিনে ন্যূনতম চার রাত কাটাতে হলে রাতপিছু খরচ পড়বে ৪৫ হাজার ৩২৩ টাকা।

প্রমোদতরীতে আরও বিলাসবহুল কেবিনে থাকতে হলে গুণতে হবে ২৪ হাজার ২৪৭ থেকে ৩৫ হাজার ৯০৪ টাকা। আর যদি স্যুটে থাকেন কেউ, তাহলে প্রতি রাতে খরচ পড়বে ১ লাখ ৭৭ হাজার ১৯০ টাকা।

তবে ওই প্রমোদতরীতে যেতে পারবেন না ফুটবলাররা। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন স্ত্রী ও প্রেমিকাদের সঙ্গে থাকতে পারবেন না তারা। 

প্রসঙ্গত, বিশ্বকাপে ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের নিয়ে বিগত বছরগুলোতে হরেক রকম চর্চা হয়েছে। ফুটবল খেলার থেকেও ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের নিয়েই অনেক ক্ষেত্রে বেশি আলোকপাত করা হয়। আর এ ধরনের ঘটনা এড়াতেই নাকি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে এবার।

ইংল্যান্ডে ফুটবলাররা থাকবেন দোহার কাছে ‘সুক আল ওয়াকরা’ হোটেলে। সেখানে থাকবেন দলের কোচ ও স্টাফরাও। তাদের জন্যও সব রকম ব্যবস্থা রাখা হয়েছে ওই হোটেলে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কাতারে থাকার বন্দোবস্ত খতিয়ে দেখতে নাকি ইতিমধ্যেই সেখানে ঢুঁ মেরেছেন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। ‘বানানা আইল্যান্ড রিসোর্টে’ও গিয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাতারের রাজধানী দোহার কাছাকাছি সাগরে নোঙর করা থাকবে ওই প্রমোদতরীটি। ইংল্যান্ডের অধিকাংশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাই থাকবেন সেখানে।

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য এই বিলাসবহুল প্রমোদতরী এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপ শুরু হলে এই প্রমোদতরীতে তারা কে কী করেন, সে সবই জানার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। সূত্র- আনন্দবাজার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি