ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ৪ মে ২০২৪ | আপডেট: ২২:৩৪, ৪ মে ২০২৪

হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট ঢাকাতে ৪ মে ‘আলোচনা ও মত বিনিময়’ শীর্ষক এক সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ নজরুল ইসলাম খান। তিনি কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন।

তিনি বলেন অনন্তকাল ধরে হোটেলের শেয়ারড মালিকদের সাথে প্রতারনা চলতে পারেনা। এখানে অংশগ্রহন করেন চট্টগ্রাম স্লটওনারস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি জনাব শামসুল আনোয়ার খান, জানাব আলি হায়দার মামুন সহ আরও অনেকে।

সভায় প্রায় ৩৫০ স্লট ওনার অংশ গ্রহণ করেন এবং সম্মিলিতভাবে সবাই ডেভেলপার কোরালরীফ, GHL ও ফকরুল ইসলাম সাহেবের বিভিন্ন অনৈতিক কার্যক্রম তুলে ধরেন। স্লট ওনারগন বলেন, কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলটিকে একটি লাভজনক অবস্থায় নিতে না পারার কোন কারন নেই। এক্ষেত্রে তাঁরা ফখরুল ইসলাম এর নেতৃত্তে বর্তমান পরিচালনা পরিষদের অযোগ্যতা, দুর্নীতি এবং অর্থ নৈতিক অস্বচ্ছতাকে দায়ী করেন।

তাঁরা বলেন প্রায় ৩০০ শত কোটি টাকার হোটেলটিকে তারা নিজের সম্পত্তি মনে করে লুটে পুটে খাচ্ছে। চট্টগ্রাম স্লটওনারস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হোটেল হেরিটেজ ওনার্স এ্যাসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি শামসুল আনোয়ার খান সহ সকল বক্তা ডেভেলপার কোরালরীফ, GHL ও ফখরুল ইসলাম এর বিভিন্ন অনৈতিক কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যত কর্মসূচির উপর দিক নির্দেশনা দেন। সিনিয়র সহ-সভাপতি এ এ এম এম সামসুজ্জাহান ডেভেলপার কোরাল রীফের বিক্রয় কালীন অঙ্গীকার ভঙ্গ, স্লট মালিকদের ন্যায্য প্রাপ্য মুনাফা না দেয়া এবং অর্থ ব্যবস্থাপনায় অস্বচ্ছতার বিষয়ে আলোকপাত করেন। সাধারন সম্পাদক শামীম রাব্বানী এ্যাসোসিয়েশন গঠনের প্রেক্ষাপট এবং বিগত দিনে এ্যাসোসিয়েশনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। আগামী পনের দিনের মধ্যে হোটেলের শেয়ারড মালিকদের জন্য সাধারন সভা অনুষ্ঠিত করতে হবে, অধিকন্তু GHL বোর্ড বিলুপ্তি এবং নির্বাচনের আয়োজন করতে হবে।

অন্যথায় স্লটওনারগন কক্সবাজার বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সামনে মানব বন্ধন ও অবস্থান ধর্ম ঘটের জোর দাবী জানান। অনুষ্ঠানে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সামনে কঠোর কর্মসূচী আসতে পারে বলে সবাই মতামত ব্যাক্ত করেন এবং ভবিষ্যত কর্মসূচির উপর দিক নির্দেশনা দেন । অনুষ্ঠানটি উপস্থিত সকল হোটেল স্লটওনার্সদের অংশগ্রহনে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনাব মোকাররম ইয়াহিয়া,আবু বায়েজিদ শেখ, গোলাম সারোয়ার, জাভেদ মুস্তাফা প্রমুখেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জনাব শামীম রাব্বানী। সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম খান সবাইকে সাথে থাকার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি