ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

হোশি কুনিও হত্যা মামলার রায়ের তিন বছর

প্রকাশিত : ১৯:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিওকে হত্যা মামলায় পাঁচ জঙ্গিকে ফাঁসির আদেশ প্রদানের আজ তিন বছর পুর্তি। ২০১৭ সালের ২৮ ফেরুয়ারী রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার সাক্ষ্যগ্রহণ শেষে ৬ জঙ্গিকে দোষি সাব্যস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করেন। কিন্তু তিন বছর অতিবাহিত হবার পরেও এখনও হাইকোর্টে হাইকোর্টে ডেড রেফারেন্সের শুনানি শুরু হয়নি । 

অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আহসান উল্লাহ আনছারী এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর তারিখে তাকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারী গ্রামে জেএমবির জঙ্গিরা জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে জঙ্গিগোষ্ঠী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুুলিশ জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন মিয়াকে গ্রেফতার করে। জঙ্গি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করে এবং কিলিং মিশনে অংশ নেয়াদের নাম জানায়। পরবর্তীকালে অপর ৩ জঙ্গিকেও পুলিশ গ্রেফতার করে। তারাও আদালতে ১৬৪ ধারায় স্বীকারেনাক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরে পুলিশ তদন্ত শেষে ওই ৪ জঙ্গিসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে।

মামলাটি রংপুরের বিশেষ জজ আদালতে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচ জঙ্গিকে দোষি সাব্যস্ত করে ফাঁসির রায় প্রদান করেন। ঘটনার পর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছে। পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে রায় প্রদানের ৩ বছরেও হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু না হওয়ায় চরম হতাশা প্রকাশ করে মানবাধিকার কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা দ্রুত শুনানী শেষ করে রায় কার্যকর করার দাবি জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি