ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হোসেনি দালানে বোমা হামলার চার্জশিট ১ সপ্তাহের মধ্যেই

প্রকাশিত : ১৫:২০, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২০, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলা মামলায় নিষিদ্ধ জেএমবি’র ১০ সদস্যকে আসামি করে এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দেয়া হচ্ছে। মামলার সব আসামিই এখন কারাগারে। তবে, তাদের ৩ সহযোগি ঘটনার কয়েকদিনের মধ্যেই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বছরের ২৩ অক্টোবর দিবাগত রাতে পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতি সময় এভাবেই জঙ্গি হামলা চালায় জঙ্গিরা। পর পর ৩টি বোমার বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে হোসেনি দালান এলাকা। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও শতাধিক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তবে প্রস্তুতি পর্বে নয়, সকালে শুরু হওয়া এই তাজিয়া মিছিলেই বোমা হামলা চালাতে চেয়েছিল জঙ্গিরা। বহুল আলোচিত এ মামলায় জেএমবির ১০ নেতাকর্মীকে আসামি করে শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা পরিকল্পনার অংশ হিসেবেই হোসেনি দালানে জঙ্গি হামলা চালায় জেএমবি, জানান তিনি। কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের আত্মত্যাগকে স্মরণে ৪ শ’ বছর ধরে পুরনো ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে আসছিল শিয়া সম্প্রদায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি