ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হোয়াইটওয়াশের লজ্জা পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৯ জানুয়ারি ২০১৮

কি বোলিং, কি ব্যাটিং সব মিলিয়ে আবারও যেন চ্যাম্পিয়ন ট্রপির আগের পারফরমেন্সে ফিরে গেল পাকিস্তান ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৫ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় মরছে সরফরাজরা।

শেষ ম্যাচে আত্মসম্মান আর রক্ষা করতে পারলেন না হারিস সোহেল ও শাদব খান। দুইজনই হাফ সেঞ্চুরি তুলে নিলেও দলকে খাদের কিনারা থেকে আর তুলতে পারেননি। এতে ওয়ানডে ক্রিকেটের মামুলি টার্গেট ২৭২ রান তুলতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। পুরো সিরিজ জুড়েই পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়ে। এতে আবারও ভেসে ওঠে চ্যাম্পিয়ন ট্রপির আগের পাকিস্তান ক্রিকেটের কথা।

শেষ ম্যাচে কিউইরাও দারুণ পারফরমেন্স করেছে। বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপতিলের সেঞ্চুরিতে কিউইরা ২৭২ রানের টার্গেট দেয় সরফরাজদের। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় সরফরাজরা। ভালো শুরু করতে ব্যর্থ হন দুই ওপেনার ফখর জামান এবং উমর আমিন। পরে হারিস সোহেল ও শাদব খান দলকে টেনে নিলেও জয়ের দেখা পাননি। ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৫৬ রান তুলতে সক্ষম হন পাকিস্তানিরা।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭১ রান করে কিউইরা। ওপেনার গাপটিল ১২৬ বলে ১০ চার আর ১ ছক্কায় করেন ১০০ রান। পাকিস্তানের পক্ষে রুম্মান রইস তিনটি, ফাহিম আশরাফ দুইটি ও আমির ইয়ামিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল।

এদিকে বাকি চারম্যাচেও গোহারা হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৬১ রানে পরাজয়ের পর, দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয় পাকিস্তানিরা। এরপর বাঁচামরার লড়াইয়ে নেমে তৃতীয় ম্যাচে পরাজিত হয় ১৮৩ রানে। ওই ম্যাচে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এরপর চতুর্থ ম্যাচে আত্মসম্মান বাঁচানোর ম্যাচে নেমে আবারও ৫ উইকেটে হেরে যায় হাসান আলীরা। আর শেষ ম্যাচে ১৫ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জাই পেল ইমরান খানের উত্তরসূরীরা।

নিউজিল্যান্ড সফরটা এবার দুঃস্বপ্নের মতো কেটেছে আফ্রিদির উত্তরসূরীদের। তবে তাদের শান্তনার জয় বলতে, প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যাবধানে হারানো। ওই ম্যাচে পাকিস্তান ১২০ রানে জয় লাভ করে।

সুত্র: ক্রিকইনফো
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি