ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপ বার্তায় রেকর্ডে ভারতীয়রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৫ জানুয়ারি ২০১৮

বার্তা আদান-প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপে ভারতীয় গ্রাহকরা একদিনে বার্তা পাঠানোয় রেকর্ড করেছেন। বছরের প্রথম দিনে দেশটিতে অন্তত দুই হাজার কোটি বার্তা আদান-প্রদান করেছেন দেশটির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার ফেইসবুকের মালিকানাধীন চ্যাটিং মেসেঞ্জারটি জানায়, ৩১ ডিসেম্বর রাত ১২টা হতে পরের দিন রাত ১১.৫৯ মিনিটের মধ্যে এই বার্তাগুলো দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপ জানায়, নতুন বছরের আগের দিন ছিল হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় মেসেজিং ডে। ২০১৭ সালে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ১৪০০ কোটি বার্তা আদান প্রদান করেছিলেন ভারতীয় গ্রাহকরা।

বর্তমানে ৩০ কোটি দৈনিক সক্রিয় গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপের। আর ভারতে মাসিক সক্রিয় গ্রাহকের সংখ্যা ২০ কোটির বেশি। নতুন বছরের আগের দিন বিশ্ব জুড়েই নতুন রেকর্ড গড়েছে হোয়াটসঅ্যাপ। এদিন প্লাটফর্মটিতে মোটা বার্তা পাঠানো হয়েছে সড়ে সাত হাজার কোটি। এর মধ্যে ১৩০০ কোটি ছবি এবং ৫০০ কোটি ভিডিও পাঠানো হয়েছে।

সূত্র: টেক শহর

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি